×

স্বাস্থ্য

থাইরয়েড সোসাইটির সভাপতি ফজলুল বারী, সম্পাদক নাসরিন সুলতানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:০৫ এএম

থাইরয়েড সোসাইটির সভাপতি ফজলুল বারী, সম্পাদক নাসরিন সুলতানা

থাইরয়েড সোসাইটির সভাপতি ফজলুল বারী, সম্পাদক নাসরিন সুলতানা

বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস)-এর সপ্তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। এবারের বৈজ্ঞানিক সম্মেলনের মূল বিষয় ছিল “থাইরয়ডাইটিস নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. করীম। বিশেষ অতিথি ছিলেন বারডেম (একাডেমি)-এর পরিচালক ও হরমোন ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফারুক পাঠান।

সম্মেলনের স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান, বিটিএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এর পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী। তিনি বলেন, দেশে প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার প্রায় ৬০ শতাংশ এখনো চিকিৎসা সেবার আওতার বাইরে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগী থাইরয়েড গ্রন্থির প্রদাহজনিত সমস্যায় আক্রান্ত।

বিটিএস-এর মহাসচিব অধ্যাপক ডা. ফরিদুল আলম তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং থাইরয়েড রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি অধ্যাপক ডা. ফারুক পাঠান সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশে থাইরয়েড রোগ প্রতিরোধে বিটিএস-এর কার্যক্রম প্রশংসনীয়।

প্রধান অতিথি অধ্যাপক ডা. এম. এ. করীম বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি থাইরয়েড রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কাজ করে আসছে। অনুষ্ঠানের সভাপতি ও বিটিএস-এর সভাপতি অধ্যাপক ডা. ফওজিয়া মোসলেম ধন্যবাদ জ্ঞাপন করেন এবং থাইরয়েড চিকিৎসার আধুনিকায়নে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনে চিকিৎসক ও গবেষকরা থাইরয়েড রোগবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে ছয়জন গবেষক তাঁদের গবেষণার জন্য পুরস্কৃত হন।

ওরাল প্রেজেন্টেশন পুরস্কারপ্রাপ্তরা: ডা. জেসমিন ফেরদৌস, ডা. পাপিয়া আক্তার এবং ডা. আফরোজা নাজনীন।

পোস্টার প্রেজেন্টেশন পুরস্কারপ্রাপ্তরা: ডা. তাপতি মন্ডল, ডা. তানিয়া সুলতানা এবং ডা. নাবিল ফাহমি আলী।

সভা শেষে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের জন্য বাংলাদেশ থাইরয়েড সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: অধ্যাপক ডা. জিনাত জাবিন, অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার, ডা. শাহজাদা সেলিম ও লে. কর্নেল ডা. মুহাম্মদ আলী আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. এম. সাইফুদ্দিন ও ডা. জেসমিন ফেরদৌস। কোষাধ্যক্ষ: ডা. রাহিমা পারভিন। সাংগঠনিক সম্পাদক: অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দীক। বৈজ্ঞানিক সম্পাদক: ডা. তাপতি মন্ডল। প্রকাশনা সম্পাদক: ডা. পাপরি মুৎসুদ্দী।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

আবারও কমল স্বর্ণের দাম

আবারও কমল স্বর্ণের দাম

ড্যাফোডিলের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সিটি’র শিক্ষার্থীরা

ড্যাফোডিলের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সিটি’র শিক্ষার্থীরা

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরার

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App