সালমান শাহ হত্যা মামলা
২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত
ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর পুনরায় আলোচনায় এসেছে তাঁর হত্যা মামলা। আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আবারও আসামিদের সন্ধানে মাঠে নেমেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক বলেন, প্রায় ২৯ বছর আগে দায়ের করা এই মামলার আসামিদের খোঁজে আমরা তৎপর। যাঁরা দেশে আছেন, তাঁদের অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অনেকেই দেশের বাইরে পলাতক রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।
রবিবার রাজধানীর ইস্কাটনের সালমান শাহের ভাড়া বাসায় গিয়ে তদন্তের সময় তিনি এ কথা জানান।
সম্প্রতি আদালতের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জন্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি তদন্তের জন্য রমনা থানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে মামলা করেন। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। শুরু থেকেই পরিবার দাবি করে আসছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাঁর মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, পুলিশ হত্যার অভিযোগ নেওয়ার পরিবর্তে সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ বলেছিল, তদন্তে হত্যার প্রমাণ মিললে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, সালমানের মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগের তির ছিল স্ত্রী সামিরার দিকে। তবে সামিরা সবসময় সেই অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “এটি আত্মহত্যা ছিল। সালমান মানসিকভাবে দুর্বল ছিলেন এবং বিয়ের আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”
এ মামলার আরেক আসামি অভিনেতা ডন হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। সামিরার সব যোগাযোগমাধ্যমও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, সালমান শাহ ১৯৯০-এর দশকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর জনপ্রিয়তা অমলিন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মৃত্যুর দিন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিংয়ে ব্যস্ত ছিলেন। শাবনূরও তখন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বাসায় ফেরার পর রাতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবার ও ভক্তরা আজও সেই রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় আছেন।
আদালতের নতুন নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের পর সালমান শাহ ভক্তদের মধ্যে আবারও আশা ও উত্তেজনা তৈরি হয়েছে। অনেকে বিশ্বাস করছেন, এবার হয়তো প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
