বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে চলছে ভারতীয় ‘পুশ-ব্যাক’ অভিযান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:২৪ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারের স্পষ্ট আপত্তি ও উদ্বেগের পরও অনিবন্ধিত বাংলাদেশিদের সীমান্ত পথে ফেরত পাঠানোর ('পুশ-ব্যাক') কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত। মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ায়ার ও দ্য হিন্দু-এর খবরে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ এলাকা থেকে প্রায় ১৬০ জন অনিবন্ধিত বাংলাদেশিকে একটি বিশেষ বিমানযোগে আগরতলায় আনা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এদেরকে পরে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই দলটির মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, যাদের সম্প্রতি দিল্লি সংলগ্ন অঞ্চল থেকে আটক করে স্থানীয় পুলিশ।
ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানান, নিয়মিত ও সময়সাপেক্ষ প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ‘পুশ-ব্যাক’ নীতির আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরো পড়ুন : বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার নেপথ্যে যেসব কারণ
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট। গত ৮ মে ভারতের কাছে পাঠানো একটি কূটনৈতিক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের আচরণ ‘গ্রহণযোগ্য নয়’ এবং প্রচলিত আন্তর্জাতিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়।
রাজ্যে রাজ্যে অভিযান, নজরদারিতে বাংলাদেশিরা
পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন রাজ্যে বেড়েছে অভিবাসনবিরোধী অভিযান। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে পাঁচ শতাধিক অনিবন্ধিত বাংলাদেশিকে ভারতের পূর্ব সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
আটকের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে তাদের পূর্বে প্রস্তুতকৃত আধার বা অন্যান্য সরকারি পরিচয়পত্র বাতিল করা হয়। পাশাপাশি তাদের নাম কালো তালিকাভুক্ত করা হয় যাতে ভবিষ্যতে ভারতে প্রবেশ করলেও কোনো ধরনের সরকারি সুবিধা না পায়।
এরপর, এসব অনুপ্রবেশকারীদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়, যারা সরাসরি সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।