×

ভারত

জানা গেল এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম

জানা গেল এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ

ছবি : সংগৃহীত

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। 

গত ১২ জুন বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়লে সেখানেও বহু মানুষ হতাহত হন। অপরদিকে বিমানটির ২৪২ আরোহীর একজন বাদে বাকি সবাই প্রাণ হারান। খবর সিএনএনের।

ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানটির জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। 

এতে করে ইঞ্জিনে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায়। তদন্তকারীরা বিমানের ব্ল্যাকবক্স থেকে এই তথ্য খুঁজে বের করতে সমর্থ হয়েছেন।

তারা বলেছেন, বিমানের জ্বালানি সরবরাহের যে দুটি সুইচ আছে দুটিই এক সেকেন্ডের কম সময়ের ব্যবধানে চালু (রান) থেকে বন্ধ (কাট অফ) হয়ে যায়। ওই সময় বিমানটির গতি ১৮০ নটে পৌঁছেছিল।

ব্ল্যাকবক্স থেকে উদ্ধার হওয়া অডিও থেকে জানা গেছে, এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি কেন জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করেছেন। তখন অপর পাইলট জানান সুইচ বন্ধ করেননি।

এরপর সুইচগুলো আবারও চালু করা হয়। ওই সময় ইঞ্জিনে জ্বালানি যাওয়া শুরু করে। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এরআগে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও চালু করা হয়।

বোয়িং ৭৮৭ এ জ্বালানি সরবরাহের সুইচটি কাটঅফ নামে পরিচিত। এটি দুই পাইলটের আসনের মাঝে এবং থ্রোটল লেভারের নিচে থাকে। এগুলো একটি ধাতব দণ্ড দ্বারা সুরক্ষিত থাকে এবং ভুলক্রমে যেন বন্ধ না হয়ে যায় তাই সেখানে লকিং সিস্টেম রাখা আছে।

তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন, বিমান উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না এবং এতে যে জ্বালানি ছিল সেটির কোয়ালিটিও ভালো ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে ভারতের অবস্থান অনড়

হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে ভারতের অবস্থান অনড়

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার

৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার

সন্তান কোলে নিয়েই দেশসেরা: শামীমা আক্তারের অনন্য দৃষ্টান্ত

সন্তান কোলে নিয়েই দেশসেরা: শামীমা আক্তারের অনন্য দৃষ্টান্ত

সোহাগ হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আসিফ নজরুলের

সোহাগ হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আসিফ নজরুলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App