সন্তান কোলে নিয়েই দেশসেরা: শামীমা আক্তারের অনন্য দৃষ্টান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

শামীমা আক্তার। ছবি : সংগৃহীত
মাত্র এক মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিয়েই ডিগ্রি পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি পরীক্ষায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের বিএসসি শাখার শিক্ষার্থী শামীমা এ অসামান্য সাফল্য অর্জন করেন। শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে শামীমার এই কৃতিত্বের কথা জানানো হয়েছে।
আরো পড়ুন : এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান। তিনি আব্দুর রাজ্জাকের স্ত্রী। সন্তান লালন-পালনের পাশাপাশি পড়াশোনাকে ধরে রাখার জন্য তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন শামীমা নিজেই।
এর আগে শামীমা আক্তার অষ্টম শ্রেণিতে বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস অর্জন করেন। তার স্বপ্ন, ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হয়ে দেশের সেবা করা।
শামীমার এই গৌরবময় সাফল্যে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজে আনন্দের বন্যা বইছে। বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই অনন্য সাফল্য দেশের বিভিন্ন প্রান্তে আমাদের কলেজের সুনাম আরো ছড়িয়ে দেবে।
শামীমার এই দৃঢ় মনোবল ও অনুকরণীয় উদাহরণ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে অভিমত শিক্ষাবিদ ও স্থানীয়রা।