×

ভারত

ভারতের পণ্যে ‘বড় শুল্ক’ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম

ভারতের পণ্যে ‘বড় শুল্ক’ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। ট্রাম্প বলেন, তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না।’ কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এসব লেনদেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পরিচালনায় পরোক্ষভাবে অর্থায়ন করছে।

আরো পড়ুন : স্বনির্ভর নারী ভরণপোষণ চাইতে পারবেন না

এদিকে, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছে, যা টেক্সটাইল, ওষুধসহ বিভিন্ন খাতে প্রভাব ফেলেছে।

ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরো বাড়ানো হবে। চলতি মাসের শুরুতেও তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে পুনরায় আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে। দেশটি নিজেদের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে এই ক্রয় অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জুলাই ফোর্সের প্রতিবাদ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জুলাই ফোর্সের প্রতিবাদ

আলোচিত পর্নো-তারকা দম্পতি গ্রেপ্তার

আলোচিত পর্নো-তারকা দম্পতি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App