নগর পরিবহনে নতুন সংযোজন, পরিবেশবান্ধব ‘আরবা’ ই-রিকশা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম

‘আরবা’ ই-রিকশা। ছবি : ভোরের কাগজ
রাজধানী ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশার বিশৃঙ্খলা ও অদক্ষ চালকের কারণে যাত্রী নিরাপত্তা ও নগর পরিবহন ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানামুখী সমস্যা দেখা যাচ্ছে। এ সমস্যা সমাধানে এবার পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন ‘আরবা’ ই-রিকশা নিয়ে এসেছে ন্যামস্ মোটরস লিমিটেড।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নির্দেশনা অনুযায়ী ‘আরবা’ ই-রিকশা তৈরি করা হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর এই যানটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ব্যাটারি, হাইড্রোলিক ব্রেক, টেকসই কাঠামো এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। একবার সম্পূর্ণ চার্জে এটি ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।
ন্যামস্ মোটরসের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে ইজিগো-এর সহ-প্রতিষ্ঠাতা সাজ্জাতুল ইসলাম। দুই প্রতিষ্ঠানই আশা করছে, এ উদ্যোগ প্রশিক্ষিত ও নিবন্ধিত চালকদের মাধ্যমে নগরজুড়ে শৃঙ্খলিত ও নিরাপদ ই-রিকশা সেবা নিশ্চিত করবে।
আরো পড়ুন : যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ
ন্যামস্ মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) এ. কে. এম. আবদুর রহমান বলেন, ‘পর্যাপ্ত গবেষণা, সর্বোচ্চ নিরাপত্তা আর পরিবেশবান্ধব নীতির সমন্বয়ে আরবা ই-রিকশা নগর পরিবহনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই রিকশা এমনভাবে তৈরি যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরাও নিরাপদে ও নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন।
শহরের যানজট, দূষণ ও অনিয়ন্ত্রিত রিকশা চলাচলের বিপরীতে ‘আরবা’ ই-রিকশা হতে পারে সুশৃঙ্খল নগর পরিবহনের নতুন দিক। এই উদ্ভাবন নগরবাসীর জন্য সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের পাশাপাশি নগর পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।