×

আন্তর্জাতিক

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হবে: এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:১৪ এএম

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা হবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন। তিনি বলেন, এ অঞ্চলে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সে জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এখন থেকে ইসরায়েল আর যা খুশি তা করতে পারবে না। 

এরদোগান বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। খবর তাসের। 

প্রতিবেদনটিতে বলা হয়, ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থনের কথা আবারো মনে করিয়ে দিয়েছেন এরদোগান। তিনি বলেন, এখন থেকে এ অঞ্চলে ইসরায়েলের যে কোন বেআইনি কাজের বিরোধিতা করবো আমরা। ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে সেজন্য তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

এরদোগান আরো বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেবেন। ফিলিস্তিনের সমর্থনে ওই দিন তুরস্কের প্রজাতন্ত্রের পার্লামেন্ট জরুরি বৈঠকে বসবে। আব্বাস আজ আমাদের অতিথি হবেন, আগামীকাল তিনি পার্লামেন্টে ভাষণ দেবেন। তিনি পুরো বিশ্বের কাছে ঘোষণা করবেন ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম। আমরা সারা বিশ্বকে দেখাব যে আব্বাসের আমাদের সংসদে কথা বলার সমান অধিকার আছে ।

এর আগে তুরস্ক ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তৃতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এবং এই ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ১৫ আগস্ট তুরস্কের স্থানীয় সংসদে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

আরো পড়ুন: বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের জরুরি অবস্থা জারি

দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় তুরস্কে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিন তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে যানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App