×

আন্তর্জাতিক

সিরিয়া থেকে সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

সিরিয়া থেকে সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে রাশিয়া

ছবি: সংগৃহীত

সিরিয়া থেকে যুদ্ধবিমান ও রণতরী আগেই সরিয়ে নিয়ে গেছে রাশিয়া। এখন বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০সহ অন্যান্য সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে রাশিয়া।

শুক্রবার (১৪ ডিসেম্বর) দুটি এএন-১২৪ ভারী রুশ সামরিক পরিবহন বিমান সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়াতে অবস্থিত খেমিমিম বিমান ঘাঁটিতে দেখা গেছে। খবর: দ্যা কিয়েভ ইনডিপেন্ডেন্টের।

এগুলোতে একটি কেএ-৫২ আক্রমণকারী হেলিকপ্টার ও একটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন অংশ খুলে ভরতে দেখা গেছে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল কফম্যান, খমেইমিম এবং নিকটবর্তী টারতুস নৌ ঘাঁটি দিয়ে রাশিয়ার সমরাস্ত্র ফেরত নিচ্ছে বলে জানান।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা (এইচইউআর) গত ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া সিরিয়া থেকে তার বাহিনীকে সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে কারণ তার একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলার সম্মুখীন হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ১১ ডিমেস্বর জানান, সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশন সুরক্ষিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে রাশিয়া।

মস্কো সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে। তিনি দেশটিতে রাশিয়ার সেনার সংখ্যা প্রকাশ করতে বা সরিয়ে নেওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। রাশিয়া ২০১৫ সাল থেকে সিরিয়ায় দেশটির প্রেসিডেন্টে বাশার আল-আসাদের ডাকে সাড়া দিয়ে সামরিক সহায়তা দিয়ে আসছিল। দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারকে সমর্থন করার জন্য ইউক্রেনে চলমান আগ্রাসনের সময় দামেস্ক ক্রেমলিনকে সমর্থন দিয়ে আসছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App