×

আন্তর্জাতিক

ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করা ইনফ্লুয়েন্সার বিষয়ে যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

 ইলন মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করা ইনফ্লুয়েন্সার বিষয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নামটি আবারো আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। মার্কিন লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার তার এক পোস্টে দাবি করেছেন যে, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন।

অ্যাশলে জানিয়েছেন, তার ও ইলন মাস্কের পরিচয় হয় তিন বছর আগে, এবং পাঁচ মাস আগে তারা একটি সন্তানের বাবা-মা হয়েছেন। তবে ইলন মাস্কের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবি নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

অ্যাশলে তার সন্তানের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে চিন্তা করে এতদিন সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন যাতে তাদের গোপনীয়তাকে সম্মান জানানো হয় এবং এই বিষয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন না করা হয়।

অ্যাশলে ‘এলিফ্যান্টস আর নট বার্ডস’ নামক একটি বই লিখে পরিচিত হয়েছেন। তিনি বর্তমানে ম্যানহাটনে একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন, যার মাসিক ভাড়া ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা)।

এক প্রতিবেশী জানিয়েছেন, অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক জানার পর তিনি মোটেও অবাক হননি, বরং এমন কিছু ঘটবে বলে তিনি আগে থেকেই ধারণা করেছিলেন। এটি সত্যি হলে, ইলন মাস্কের ১৩তম সন্তান হতে যাচ্ছে অ্যাশলে। এর আগে চারবার বিয়ে করেছেন ইলন মাস্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App