×

আন্তর্জাতিক

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলো সিরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলো সিরিয়া

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এ নির্বাচন। মূলত আইনসভা চালু করতেই ভোট আয়োজন করছে দেশটির সরকার। রোববার (২৭ জুলাই) এ ঘোষণা দিয়েছে তারা।

সে অনুসারে, স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো দুই-তৃতীয়াংশ আইন প্রণেতাদের নির্বাচন করবে। আর বাকিদের নাম ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। আহমেদ আল আল-শারার নেতৃত্বে সিরিয়ার নতুন  সরকার দেশের রাবার-স্ট্যাম্প আইনসভা ভেঙে দেয়। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-শারা। সিরিয়ার সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনে পাঁচ বছর অন্তর্বর্তী সরকার পরিচালনার ঘোষণা দেন তিনি। 

এর আগে গত জুনে, প্রেসিডেন্টের এক আদেশে ১০ সদস্যের একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। সেই কমিটিই নতুন আইন প্রণেতাদের নির্বাচন পরিচালনা করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সম্প্রতি কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট শারার সঙ্গে দেখা করেন। সেখানে অন্তর্বর্তী সরকারের আইনসভার জন্য নতুন ২১০ জন আইনপ্রণেতা রাখার পরিকল্পনা করা হয়। এর মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো ১৪০ সদস্য নির্বাচন করবে এবং বাকি ৭০ জনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট।

মোহাম্মদ তাহা আল-আহমাদ বলেন, সংসদ সদস্যদের নির্বাচন ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে। প্রেসিডেন্টের এক বিবৃতি অনুসারে, শনিবার এক বৈঠকে আহমদের কমিটি শারা'কে নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপন করেছে। সানা আহমেদকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘অস্থায়ী ব্যবস্থা নির্ধারণের ডিক্রি স্বাক্ষরের প্রায় তিন সপ্তাহের মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো গঠিত হবে। 

এরপর প্রার্থীতা প্রকাশ করা হবে, বিতর্ক অনুষ্ঠিত হওয়ার আগে প্রার্থীদের তাদের প্ল্যাটফর্ম প্রস্তুত করার জন্য প্রায় এক সপ্তাহ সময় দেওয়া হবে। মার্চ মাসে গৃহীত সাংবিধানিক ঘোষণা অনুসারে, এই পরিষদের ৩৬ মাসের জন্য নবায়নযোগ্য ম্যান্ডেট থাকবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সংসদ আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করবে।

যখন এটি প্রথম ঘোষণা করা হয়েছিল, তখন ঘোষণার সমালোচকরা সতর্ক করেছিলেন, এটি শারা'র হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে এবং দেশের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের জড়িত থাকার কারণে পর্যায়ক্রমে সংঘটিত সহিংসতার কারণে, বিশেষ করে সংখ্যালঘু গোষ্ঠীর জন্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার কর্তৃপক্ষের ক্ষমতা বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App