×

আন্তর্জাতিক

আমরা মৃতদের সঙ্গে বাস করি: বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

আমরা মৃতদের সঙ্গে বাস করি: বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার একটি কবরস্থানে সমাধিফলকের মধ্যে বালি ও নুড়িপাথর নিয়ে খেলছে তিন শিশু। অন্যদিকে এক কিশোর খালি পায়ে কবরস্থানের মধ্য দিয়ে দুই বালতি পানি বহন করে তাঁবুতে নিখোঁজ হয়ে গেছে। এই ভয়াবহ দৃশ্যগুলো কিছু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য প্রতিদিনের বাস্তবতা। যারা অন্য কোথাও আশ্রয় খুঁজে না পেয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে। 

গাজার খান ইউনিস থেকে এএফপি এই খবর জানিয়েছে। তাঁবুর ভেতর থেকে ১১ সন্তানের সঙ্গে চা পান করতে গিয়ে রান্ডা মুসলেহ বলেন, আমাদের আর কোনো উপায় ছিল না। তিনি এএফপি’কে বলেন, বাড়িওয়ালারা মোটা অঙ্কের টাকা চেয়েছেন। ৫০ বর্গমিটার (৫৪০ বর্গফুট) জমির তুলনামূলকভাবে ছোট অংশের দাম মাসে ১ হাজার শেকেল (৩০০ ডলার) পর্যন্ত হতে পারে। বেশিরভাগ গাজাবাসীর জন্য যা অত্যন্ত বেশি।

গাজার উত্তরে বেইত হানুনে নিজেদের বাড়ির কাছে ইসরাইলি সামরিক অভিযান তীব্রতর হলে সন্তানদের নিয়ে খান ইউনিসে পালিয়ে যান মুসলেহ। তিনি বলেন, আমি হেঁটে হেঁটে আমার সন্তানদের জন্য বসবাসের উপযুক্ত জায়গায় জমি খুঁজে পাই। লোকেরা আমাদের বলেছিল, মরুভূমি ও কবরস্থানের মধ্যে আমাদের এখানে অর্থ প্রদান করতে হবে না। তাই আমরা তাঁবু স্থাপন করেছি এবং এখানেই থাকছি।

গাজা শহরের অভ্যন্তরে ইসরাইলি সেনাবাহিনী যখন আক্রমণ চালিয়ে যাচ্ছে, সাম্প্রতিক দিনগুলোতে ক্রমবর্ধমান সংখ্যক বাসিন্দা দক্ষিণে পালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই জনাকীর্ণ এলাকায় জায়গা খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। কারণ সেখানে লক্ষ লক্ষ লোক আশ্রয় নিচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ৭ লক্ষ মানুষ গাজা শহর ছেড়ে চলে গেছে। ইসরাইল জানায়, তারা হামাসের অবশিষ্ট গোষ্ঠীগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। যারা অক্টোবর ২০২৩ সালে আক্রমণ যুদ্ধের সূত্রপাত করেছিল।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ একটি কম পরিসংখ্যান জানিয়েছে, আগস্টের মাঝামাঝি থেকে গাজার উত্তর থেকে ৩৮৮,৪০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যাদের বেশিরভাগই গাজা সিটি থেকে। পরিবহন ও আশ্রয়ের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম আকাশচুম্বী হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, পরিবারগুলোকে পরিবহন, একটি তাঁবু এবং জমির জন্য ৩ হাজার ডলারেরও বেশি দেয়া উচিত।

অনেকেই এই খরচ বহন করতে পারে না এবং পায়ে হেঁটে ভ্রমণ করতে বাধ্য হয়। যেখানেই জায়গা পাওয়া যায় সেখানে তাঁবু স্থাপন করে। মুসলেহ বলেন, এখানে পানি নেই এবং আমার বাচ্চারা পানি পেতে প্রায় চার কিলোমিটার (২.৫ মাইল) হেঁটে যায়। আমরা মরুভূমিতে আছি এবং সেখানে বিচ্ছু এবং সাপ রয়েছে।

কবরের কাছাকাছি থাকা পরিবারগুলোর দুর্দশা আরো বাড়িয়ে তোলে। উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া থেকে সরিয়ে নেয়া উম্মে মুহাম্মদ আবু শাহলা বলেন, আমরা কবরস্থানের মাঝখানে আছি এবং আমরা কোনো জীবন খুঁজে পাচ্ছি না। আমরা মৃতদের সঙ্গে থাকি এবং আমাদের অবস্থা মৃতদের মতো হয়ে গেছে। তারা আমাদের পুরো গাজা উপত্যকায় পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা মারুক যাতে আমরা বিশ্রাম নিতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে ভাষণ দেবেন ড. ইউনূস, সংস্কার-নির্বাচনসহ যেসব বিষয় গুরুত্ব পাবে

জাতিসংঘে ভাষণ দেবেন ড. ইউনূস, সংস্কার-নির্বাচনসহ যেসব বিষয় গুরুত্ব পাবে

ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই বাংলাদেশ-ওমানের

কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই বাংলাদেশ-ওমানের

আমরা মৃতদের সঙ্গে বাস করি: বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

আমরা মৃতদের সঙ্গে বাস করি: বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App