নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
জামায়াত আমির বলেন, এই এপোলজি আমরা অন্তত তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি নিজেও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পরও আমি বলেছি, শুধু ৭১ নয়, ৪৭ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতি হয়ে থাকলে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ক্ষমা চাই।
তিনি বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এটা বলব কীভাবে? আমরা মানুষ, ভুল হতেই পারে। যদি কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চাওয়ায় সমস্যা কোথায়?
ক্ষমা চাওয়ার ভাষা নিয়েও সমালোচনার জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিইনি। তারপরও কেউ বলে, এই ভাষায় নয়, ওই ভাষায় চাইতে হবে! এটা তো আরেক যন্ত্রণা।
তিনি স্পষ্ট করে বলেন, আজ আবার প্রকাশ্যে জানাচ্ছি— ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাই।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোট আয়োজনের দাবি জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।