×

জামায়াত

পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পরাজিত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই ঐক্যের সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ১১ দলীয় জোট দেশে একটি ঐক্যের সরকার গঠন করবে। যারা ভোটে পরাজিত হবে, তাদেরও সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করা হবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। অতীতের সব ঐতিহ্য ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।

জামায়াত আমির বলেন, আমাদের প্রতিপক্ষ ভোটে হেরে গেলেও আমরা তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করতে প্রস্তুত। তবে শর্ত থাকবে—ব্যাংক ডাকাতি, অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানুষের পকেটে হাত দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশের যুবসমাজকে আমরা দেশ গড়ার প্রধান শক্তিতে পরিণত করতে চাই। যুবকরা বেকার ভাতা নয়, দক্ষতা অর্জনের সুযোগ চায়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নেতৃত্ব থাকবে যুবকদের হাতে। এ লক্ষ্যে আমাদের মনোনীত প্রার্থীদের ৬২ শতাংশই তরুণ। এটি তারুণ্যের বাংলাদেশ। এ দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে এবং আমরা সে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী—সবার জন্য একই বিচার নিশ্চিত করা হবে।

আরো পড়ুন : নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না : শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে সম্মান করতে হবে এবং জুলাই সংস্কারের সব শর্ত বাস্তবায়ন করতে হবে। আমরা জাতিকে আর কোনোভাবেই বিভক্ত করতে চাই না।

তিনি সব ধর্মের মানুষের প্রতি আশ্বাস দিয়ে বলেন, প্রত্যেকেই পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। কেউ কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না।

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো জাতি গড়া সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনতে হবে।

জামায়াত আমির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ১৩ তারিখ যে পরিবর্তন আসবে, তা আসবে যুবসমাজের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা আর কোনো ফ্যাসিবাদ বা আধিপত্য চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে ১১ দল জনগণের পক্ষ হয়ে দেশ পরিচালনা করবে। চৌদ্দগ্রামের জনগণ মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সদস্য পাবেন।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর দেশের মানুষ মজলুম ছিল। যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, বাংলাদেশ থাকবে তাদের পক্ষেই। আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। জনগণকে সঙ্গে নিয়েই ১১ দল বিজয়ের পথে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ, আমাদের বিজয় নিশ্চিত হবে।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, তখন কার কী ভূমিকা ছিল তা জনগণ দেখেছে। আমাদের ভূমিকা দেখলেই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারী সমাজের নিরাপত্তা প্রসঙ্গে কোনো দলের নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, যারা মা-বোনদের গায়ে হাত দেয়, তাদের হাতে এ দেশের ৯ কোটি মা-বোন নিরাপদ নয়। সাধারণ নারীরাই বলছে, নিরাপত্তার জন্য ১১ দল প্রয়োজন। এ কথা শুনে কারও মাথা গরম হয়ে গেলে চলবে না।

তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামী ও জোট ক্ষমতায় এলে দেশ ঠিক পথে চলবে। নারী সমাজকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মা-বোনদের গায়ে হাত দেওয়া বন্ধ করুন। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কেউ কেউ জুলাইকে স্বীকার করতে চায় না, জুলাই যোদ্ধাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ তাদের কারণেই আজ আমরা কথা বলতে পারছি।

চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে। যারা চাঁদাবাজি ও লুটপাটে জড়িত, তাদের সে পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার গঠনের সুযোগ পেলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও মর্যাদার বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, সবাই যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।

গণজোয়ার দেখে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে বৈঠক করা হবে এবং কওমি মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

যুবসমাজের ত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল, সেই জুলাই যোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। যারা শহীদ হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, সবার প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা।

সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

পরে জামায়াত আমির কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার ও দাউদকান্দি এলাকায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে

দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App