×

জাতীয় পার্টি

নৌকার ভোট লাঙ্গলে পড়বে, আত্মবিশ্বাসী জি এম কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

নৌকার ভোট লাঙ্গলে পড়বে, আত্মবিশ্বাসী জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

গত কয়েক মাস ধরে নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাকে এবং তার দলকে ঘিরে জাতীয় রাজনীতি উত্তপ্ত থাকলেও তিনি নিশ্চুপ ছিলেন। দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে থাকার পরও জাতীয় পার্টিকে আবারও ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে করেন এই নেতা। 

আওয়ামী লীগের ভোটে দলটিকে বিরোধী দলের আসনে বসানো হতে পারে, সম্প্রতি এমন অভিযোগ চাউর হয়। জি এম কাদের সরাসরি এটা অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের যারা ভোটার, তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন, তবে কেন আশঙ্কা?

আরো পড়ুন : আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে তারা বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।

জি এম কাদের মনে করেন, আওয়ামী লীগসহ সব দল নির্বাচনে অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমাকে দেশদ্রোহী বলা হবে।

ড. ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, নতুন সরকারের অধীনে হতে হবে।

সম্প্রতি আরেক দফা ভাঙনের পর জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়েছে বলেও দাবি করেছেন জি এম কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন ২৫ নভেম্বর

৪০ বছর আগে ইউরোপে দুই বন্ধুর শরৎকালীন ট্রেন ভ্রমণ

প্রেম, প্রকৃতি ও অপ্রত্যাশিত সাক্ষাৎ ৪০ বছর আগে ইউরোপে দুই বন্ধুর শরৎকালীন ট্রেন ভ্রমণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App