×

খুলনা

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ নিহত ৩

ছবি : প্রতীকী

যশোর নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রকৌশলী মিজানুর রহমান (কুষ্টিয়া), প্রকৌশলী আজিজুল ইসলাম (দিনাজপুর) এবং শ্রমিক নুরু হোসেন (চাঁপাইনবাবগঞ্জ)। তারা সবাই বিল্ডিং ফর ফরচুন লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির হয়ে যশোরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউজ রোডের একটি দশতলা ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনের পঞ্চম তলার একটি কার্নিশ হঠাৎ ভেঙে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দুর্ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। ভবন নির্মাণে নিরাপত্তা ও তদারকির বিষয়টি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App