×

খুলনা

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:২০ এএম

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত

প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়, ফলে খুলনা রুটের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় লাইনচ্যুত বগি সরিয়ে ট্র্যাক সচল করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ পলাশ বলেন, রাত ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি, তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে।

ঘটনার পরপরই স্টেশনে থাকা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীসহ অন্যান্য ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করেন, আবার কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি: নিহত ৪

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি: নিহত ৪

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App