×

খুলনা

খুলনায় মদ পান করে চারজনের মৃত্যূ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:০২ এএম

খুলনায় মদ পান করে চারজনের মৃত্যূ

খুলনায় চারজনের মৃত্যূ

খুলনার বয়রা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

মৃতরা হলেন- নগরীর বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার সাবু (৬০), বয়রা জংশন রোড এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭) ও বয়রা পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। 

এর মধ্যে তোতার মরদেহ বরিশালে গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সাত্তার নামে আরেক ব্যক্তি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।  

পুলিশের একটি সূত্র জানায়, হাতে বানানো মদ খেয়ে ওই চারজনের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। 

এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খান আহমেদ ইসতিয়াক বলেন, হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। ওই দুইজনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।  

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বয়রা এলাকায় বাবু, সাবু, তোতা ও গৌতম নামে চারজনের মৃত্যু হয়েছে। শুনেছি মদপানে তাদের মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম করলে সঠিক তথ্য জানা যাবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ

সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App