×

আইন-বিচার

ছাত্র হত্যা: যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

ছাত্র হত্যা: যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুস্থানে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের এক নেতাকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

গ্রেপ্তার মো. কামরুল ইসলাম (৪৩) ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি কামরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

ওসি আমিনুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে কামরুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে জানানো হয়েছে। ধামরাই থানা-পুলিশের হাতে তাকে তুলে দেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App