×

আইন-বিচার

চিন্ময় দাশের জামিন আবারও বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম

চিন্ময় দাশের জামিন আবারও বাতিল

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় ইসকনের বহিষ্কৃত সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিনের আবেদন ফের নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন শুনানিকে কেন্দ্র করে এদিন আদালত প্রাঙ্গণে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে আসা জ্যেষ্ঠ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যকেও দেওয়া হয় কড়া নিরাপত্তা।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, চিন্ময়ের পক্ষে জামিনের পক্ষে শুনানি করেন অপূর্ব কুমার ভট্টাচার্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ মামলাতেই জামিনের আবেদন নাকচ করে দেন।

আরো পড়ুন : নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার

গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তখন তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলার তথ্য প্রকাশ পায়।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে হাজির করা হলে বিচারক চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই তা বাতিল হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে আইনজীবী হত্যা মামলার পাশাপাশি উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার পরিকল্পনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App