×

আইন-বিচার

জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ এএম

জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের তিনটি পৃথক মামলায় মোট ১৭ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৮ জুলাই) সকালেই প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

রংপুরে আবু সাঈদ হত্যা

গত ১৩ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারানো আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পলাতক ২৪ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

সোমবার চার আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন: সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

প্রসিকিউশনের দাবি, আবু সাঈদ হত্যায় সরাসরি গুলি চালিয়েছিলেন আমির হোসেন ও সুজন চন্দ্র রায়। অন্যদিকে প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান আকাশ সহায়তা ও উসকানির ভূমিকা রেখেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি নেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান ও বি এম সুলতান মাহমুদ। আসামিপক্ষে ছিলেন রাশেদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল।

আরো পড়ুন : চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলা

গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ১৭৩ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন এই মামলার আসামি। এর মধ্যে আটজন এখনও পলাতক, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ট্রাইব্যুনালে হাজির সাতজন হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুল।

লক্ষ্মীপুর গণহত্যা

গত ১৬ জুলাই লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা জড়িত থাকার অভিযোগে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই

গোলাম মোহাম্মদ কাদের সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরেক শিক্ষার্থীর মৃত্যু: মৃতের সংখ্যা বেড়ে কত দাঁড়ালো

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আরেক শিক্ষার্থীর মৃত্যু: মৃতের সংখ্যা বেড়ে কত দাঁড়ালো

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App