×

মধ্যপ্রাচ্য

গাজার উত্তরে এখনো খাবার যায়নি, বর্বর হামলা নিহত আরো ৭৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:৩৬ এএম

গাজার উত্তরে এখনো খাবার যায়নি, বর্বর হামলা নিহত আরো ৭৬

এখন পর্যন্ত অবরুদ্ধ উত্তর গাজায় কোনো ত্রাণ পৌঁছায়নি। ছবি : সংগৃহীত

   

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। আল-জাজিরাকে স্থানীয় একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরো বাড়ছে।

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারকে লক্ষ্য করে চালানো বোমাবর্ষণে প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক লোকজনকে হত্যা করছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখন এই ‘নিষ্ঠুর সংঘর্ষের সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে’ পৌঁছেছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা অভুক্ত থেকে মরছে, অথচ ইসরায়েল সাহায্য হিসেবে কেবল ‘এক চামচ ত্রাণ’ প্রবেশ করতে দিচ্ছে। এখন পর্যন্ত অবরুদ্ধ উত্তর গাজায় কোনো ত্রাণ পৌঁছায়নি।

আরো পড়ুন : বিদেশি কূটনীতিকদের গুলি করে পশ্চিমতীর থেকে তাড়াল ইসরায়েল

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবর ২০২৩ তারিখের হামলায় প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান উপদেষ্টার কাছে যে আহ্বান জানালো এনসিপি

প্রধান উপদেষ্টার কাছে যে আহ্বান জানালো এনসিপি

নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি ড. ইউনূসের

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি ড. ইউনূসের

সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App