×

মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ১৫টি দেশ। ছবি : সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিত করতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ১৫টি দেশ। এর মধ্যে ফ্রান্স, ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও স্পেনসহ একাধিক ইউরোপীয় দেশ রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নীতিমালা মেনে ইসরায়েল ও ফিলিস্তিনকে নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে।

ফ্রান্সের নেতৃত্বে ঘোষণাপত্রে সই করা দেশগুলো হলো- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া, স্পেন।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি অবশ্যই কার্যকর করতে হবে, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে আনতে হবে।

আরো পড়ুন : এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেওয়া প্রতিশ্রুতিগুলোকেও স্বাগত জানানো হয়- সেগুলোর মধ্যে রয়েছে- ৭ অক্টোবরের হামাস হামলার নিন্দা, হামাসের নিরস্ত্রীকরণ ও জিম্মি মুক্তি, বন্দিদের অর্থ প্রদানের ব্যবস্থা বন্ধ, শিক্ষা ব্যবস্থা সংস্কার, এক বছরের মধ্যে নির্বাচন এবং ফিলিস্তিনি রাষ্ট্রের বেসামরিকীকরণ নীতি গ্রহণ।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি না মানলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার কথা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরো কিছু পশ্চিমা দেশ এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এছাড়াও বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও জোরদারের আহ্বান জানানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App