×

মধ্যপ্রাচ্য

পারমাণবিক ইস্যুতে ইরানকে সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৭ এএম

পারমাণবিক ইস্যুতে ইরানকে সতর্কবার্তা

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের সঙ্গে আলোচনার জন্য আগস্টের শেষ পর্যন্ত সময় দিয়েছেন। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়তেই কড়া অবস্থান নিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। দেশগুলো স্পষ্ট জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ তেহরান আলোচনায় না বসলে তাদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে দেওয়া এক যৌথ চিঠিতে তিন দেশ জানায়, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। প্রয়োজনে আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতেও তারা প্রস্তুত।

অন্যদিকে, পশ্চিমা অবরোধকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রতিবছর বিশ্বে পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়, যার বেশিরভাগই শিশু ও প্রবীণ। তিনি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

আরো পড়ুন : ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তি সই করেছিল, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও অনুমোদিত হয়। তবে ২০১৮ সালে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া ও নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

পশ্চিমাদের অবরোধ ইরানের অগ্রযাত্রায় কিছুটা বাধা সৃষ্টি করলেও দেশটি দাবি করেছে, এর মধ্য দিয়েই তারা প্রযুক্তি ও বিজ্ঞানে আরো বেশি স্বনির্ভর হয়ে উঠেছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

তারুণ্যের দিশেহারা ভবিষ্যৎ নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App