×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিল পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিল পাস

ছবি : সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আইন প্রয়োগের একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। এই পদক্ষেপের মাধ্যমে তেল আবিব মূলত ফিলিস্তিনি ভূখণ্ডটিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের মানচিত্রে অঙ্গীভূত করার পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করে আসছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিলটি সম্পূর্ণ আইনে পরিণত হতে পার্লামেন্টে আরো চার দফা ভোটের প্রয়োজন। এর মধ্যে বুধবার অনুষ্ঠিত প্রথম ভোটে বিলটি পাস হয়েছে। ভোটটি এমন সময়ে অনুষ্ঠিত হয় যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে রয়েছেন।

তবে এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর অঙ্গীভূত করতে দেবেন না।

বুধবারের ভোটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি বিলটির পক্ষে যায়নি। এটি নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের বাইরের সংসদ সদস্যরা উত্থাপন করেন এবং মাত্র ২৫–২৪ ভোটে পাস হয়।

অন্যদিকে বিরোধী দলের আনা মা’আলে আদুমিম বসতিকে অঙ্গীভূত করার আরেকটি বিল ৩১–৯ ভোটে পাস হয়েছে।

আরো পড়ুন : নীতিগত বিরোধে নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

নেতানিয়াহুর জোটের অংশ হলেও জুইশ পাওয়ার পার্টি (ইতামার বেন-গভির) ও রিলিজিয়াস জায়োনিজম পার্টির (বেজালেল স্মতরিচ) সদস্যরা এই বিলের পক্ষে ভোট দেন। তবে বিলটি কার্যকর হতে এখনো দীর্ঘ পার্লামেন্টারি প্রক্রিয়া বাকি।

দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর জোট সরকার বাইবেল ও ঐতিহাসিক যোগসূত্রের যুক্তি দেখিয়ে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে আসছে। তেল আবিবের দাবি, ১৯৬৭ সালের যুদ্ধে তারা ভূখণ্ডটি দখল করেছে, এবং এটি অবৈধ দখল নয় কারণ মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিম তীরে ইসরায়েলের কর্তৃত্বকে অবৈধ বলেই মনে করে।

২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত পশ্চিম তীরসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে অবৈধ ঘোষণা করে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেয়।

সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কয়েকটি পশ্চিমা দেশের সিদ্ধান্তের পর নেতানিয়াহুর সরকার পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতার কারণে তখন তারা পদক্ষেপ থেকে সরে আসে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবারের ভোটের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলের এসব পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর অবৈধ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকা একটি অবিভাজ্য ভূখণ্ড, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীর ও মা’আলে আদুমিম নিয়ে ভোট ইসরায়েলি ঔপনিবেশিক দখলের কুৎসিত মুখ উন্মোচন করেছে।

ইসরায়েলের সঙ্গে চলমান দুই বছরের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হামাস বর্তমানে গাজায় তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, আর পশ্চিম তীরের কিছু অংশে সীমিতভাবে প্যালেস্টিনিয়ান অথরিটি (পিএ) শাসন করছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ড’ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম তীর সংযুক্তির প্রচেষ্টা তাদের জন্য হবে একটি রেড লাইন।

এই চুক্তিটি ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় এক কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়লো জ্বালানি তেলের দাম

বাড়লো জ্বালানি তেলের দাম

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

শাহজালালে ভয়াবহ আগুন: ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিলের আহ্বান

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়লো স্বর্ণের দাম

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App