×

শোক

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের বাবা মো. মফিজ উল্লাহ আর নেই।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুম মো. মফিজ উল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অন্যদিকে, বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'মরহুম মো. মফিজ উল্লাহ ছিলেন একজন সৎ, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।'

মরহুম মো. মফিজ উল্লাহ পেশাজীবনে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষানুরাগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে যা জানালেন তদন্ত কর্মকর্তা

সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে যা জানালেন তদন্ত কর্মকর্তা

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কুদরত উল্লাহ

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কুদরত উল্লাহ

চীনের সাংহাইয়ে ভিভো এক্স৩০০ সিরিজ উন্মোচন

মোবাইল ফটোগ্রাফিতে নতুন দিগন্ত চীনের সাংহাইয়ে ভিভো এক্স৩০০ সিরিজ উন্মোচন

আদালত প্রাঙ্গণে গ্রামীণফোনের প্রধান নির্বাহী

আদালত প্রাঙ্গণে গ্রামীণফোনের প্রধান নির্বাহী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App