×

ময়মনসিংহ

সরিষাবাড়ীতে শ্রমিক দল নেতার মৃত্যু

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

সরিষাবাড়ীতে শ্রমিক দল নেতার মৃত্যু

উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ সরদার। ছবি : ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ সরদার নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ছাতারিয়া এলাকার আব্দুল সালামের সঙ্গে একই গ্রামের আ. করিম মণ্ডলদের ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে যায় আব্দুল সালাম পক্ষের লোকজন। এ সময় আব্দুল করিম মণ্ডলের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

আরো পড়ুন : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

সময় আব্দুল সালামের স্ত্রী রেবা বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই সোহাগ সরকার বলেন, আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। জমিসংক্রান্ত বিরোধের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দুপক্ষকে থামাতে যান। কিন্তু উত্তেজিত হয়ে রেবা বেগম আমার শ্বশুরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক দল নেতা নিহতের ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App