×

জাতীয়

সেবা প্রকাশনীর লেখকের আসল ‘রহস্য’ ফাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০১:৪২ এএম

সেবা প্রকাশনীর লেখকের আসল ‘রহস্য’ ফাঁস
সেবা প্রকাশনীর লেখকের আসল ‘রহস্য’ ফাঁস

কাজী আনোয়ার হোসেন ও আব্দুল হাকিম। ছবি: সংগ্রহ।

সেবা প্রকাশনীর লেখকের আসল ‘রহস্য’ ফাঁস

মাসুদ রানার জনপ্রিয় সব থ্রিলার

বাংলাদেশের তুমুল জনপ্রিয় সেবা প্রকাশনীর থ্রিলার তরুণদের ক্রেজ ‘মাসুদ রানা’ সিরিজটি পড়েননি এমন কিশোর কিংবা তরুণ খুঁজে পাওয়া সত্যিই ভার। ‍যারা এই সিরিজটি একবার হলেও পড়েছেন তারা জানেন প্রতিটি কপিতেই একটা কমন নাম লেখা থাকে। সেটা হলো কাজী আনোয়ার হোসেন। অনেকেই ভাবেন, এসব লিখতে গিয়ে তিনি কি সারাদিন নাওয়া খাওয়া ভুলে যান? অনেকেই মাসুদ রানা সিরিজের লেখকের সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারেন না। তাই হয়তো চিঠি লেখেন লেখক বরাবর।

তবে যারা এমন ভাবনা নিয়ে এতোদিন ছিলেন তাদের জন্য হতবাক হওয়ার মতো তথ্য আছে। সেটা হলো- কাজী আনোয়ার হোসেন তুমুল জনপ্রিয় সিরিজ মাসুদ রানা সিরিজের স্রষ্টা হলেও বেশিরভাগ পর্বের লেখক তিনি নন। মাসুদ রানা সিরিজটির প্রথম ১১টি বইয়ের পর ২৬০ পর্ব পর্যন্ত লিখেছেন শেখ আব্দুল হাকিম।

[caption id="attachment_225869" align="aligncenter" width="700"] কাজী আনোয়ার হোসেন ও আব্দুল হাকিম। ছবি: সংগ্রহ।[/caption]

না, এটা কোনো ব্যক্তির দাবি নয়, এমন রায় দিয়েছে বাংলাদেশ কপিরাইট কার্যালয়। রবিবার এই রায় ঘোষণা করে বলা হয়েছে, সেবা প্রকাশনীর তুমুল জনপ্রিয় এই সিরিজটি প্রথম ১১টি বইয়ের পর ২৬০ পর্ব পর্যন্ত এটি লিখেছেন শেখ আব্দুল হাকিম। এখন রায় মোতাবেক দাবি করা মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কপিরাইট স্বত্ব পেতে যাচ্ছেন শেখ আবদুল হাকিম।

শেখ আবদুল হাকিম কপিরাইট স্বত্ব দাবি করে ২০১৯ সালের ২৯ জুলাই মামলাটি দায়ের করেছিলেন। তবে তিনি শুধু একাই নন, কপিরাইট আইনে মামলা করেছেন মাসুদ রানার আরেক লেখক ইফতেখার আমিনও। তিনিও মাসুদ রানার স্বত্ব দাবি করেছেন। তবে তার মামলা এখনও চলমান।

ধ্বংস পাহাড় দিয়ে শুরু হওয়া ‘মাসুদ রানা’ সিরিজের ৪৬০টির মতো বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে ২৬০টি শেখ আবদুল হাকিম লিখলেও তার নামে স্বত্ব রয়েছে মাত্র একটি। অন্যদিকে তিনি কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক বলেও কপিরাইট আইন মামলায় জিতেছেন। এই সিরিজের মাত্র ৬টির স্বত্ব তার নামে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App