×

জাতীয়

সংরক্ষিত আসনে এমপিদের শপথ বিকেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ এএম

সংরক্ষিত আসনে এমপিদের শপথ বিকেলে

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনে বিজয়ী সদস্যরা শপথ নেবেন আজ বুধবার। জাতীয় সংসদের শপথ কক্ষে বিকাল সাড়ে তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্য হুইপরাসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর স্বাক্ষরিত এক গেজেটে সংরক্ষিত ৫০টি নারী আসনে বিজয়ীদের নাম প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। 

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি পেয়েছে দুইটি আসন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বিজয়ী প্রার্থীদের নামের গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হয়েছে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথের আয়োজন করবে। 

গতকাল বিকালে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজ বুধবার শপথ নেবেন সংরক্ষিত আসনের এমপিরা। শপথ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে আজই সংসদে যোগ দেবেন তারা।

এর আগে গত রবিবার সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বি নির্বাচিত ঘোষণা করা হয়। ওইদিন ছিল নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App