×

জাতীয়

বাজেট পরবর্তী নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:৩৩ এএম

বাজেট পরবর্তী নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী

নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে যোগ দেন।

রবিবার (৩০ জুন) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাজেট পরবর্তী ওই নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান।  এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা- অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নৈশভোজে অংশ নেন- সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

জাতীয় সংসদে রবিবার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জোরদারের ওপর মূল মনোযোগ দিয়ে অর্থবছর ২৫ এর জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়েছে।

বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭৫ শতাংশ ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী ১২ লাখ ৪১ হাজার ৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে বরাদ্দকরণ বিল-২০২৪ উত্থাপন করেন যা কন্ঠ ভোটে পাস হয়।  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

মঙ্গোলিয়ায় জেসিআই স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App