ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি রাশিয়ার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমনটি জানিয়েছেন অঞ্চলটির রাশিয়া-সমর্থিত প্রধান। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে তার সীমান্তভুক্ত করে নেয়ার পর থেকে লুহানস্ক ইউক্রেনের প্রথম অঞ্চল যা পুরোপুরি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল।
রাশিয়ার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলটির আয়তন ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্কসহ প্রতিবেশী দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন।
রাশিয়া বলেছে, এই অঞ্চলটি এখন রাশিয়ার অংশ, এটি তাদের পারমাণবিক ছাতার মধ্যে ঢুকে গেছে এবং এটি কখনোই ফিরিয়ে দেওয়া হবে না।
পশ্চিমা দেশগুলো পুতিনের এ পদক্ষেপকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে আর বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এর স্বীকৃতি দেয়নি।
‘লুহানস্ক পিপলস রিপাবলিক’ এর রাশিয়ার তৈরি করা প্রশাসনের কর্মকর্তা লিওনিদ পাসেচনিক, যাকে অঞ্চলটির প্রধান হিসেবে নিযুক্ত করেছে মস্কো, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেছেন, ‘লুহানস্ক পিপলস রিপাবলিক অঞ্চলটি পুরোপুরি মুক্ত হয়েছে- শতভাগ।’
তবে এ নিয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি।