×

জাতীয়

চট্টগ্রামে সংঘর্ষ: সিটি মেয়র-শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গুলিবিদ্ধ ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম

চট্টগ্রামে সংঘর্ষ: সিটি মেয়র-শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গুলিবিদ্ধ ৩

সিটি মেয়র-শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গুলিবিদ্ধ ৩। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে শনিবার সন্ধ্যার পর পুলিশের সংঘর্ষ হয়েছে এবং এ ঘটনায় অন্তত ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নিউমার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ শেষ হওয়ার পর মিছিল বের হয়। মিছিলটি নগরীর টাইগারপাসসহ আরো কয়েকটি এলাকা ঘুরে মুরাদপুর হয়ে বহদ্দারহাট পৌঁছানোর পর আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহদ্দারহাটে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টা হলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সংঘর্ষের সময় অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চশমাহিলের বাসায়ও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় বাসার সামনে রাখা দুটি গাড়ী ভাংচুর করে এবং একটিতে আগুন দেয়।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলার হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়।

এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড় এলাকায় কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। তবে এসব হামলার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির স্থানীয় একজন সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।

চট্টগ্রামের সাংবাদিকদের তিনি বলেছেন শিক্ষামন্ত্রী বা মেয়রের বাড়িতে হামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা নেই।

আরো পড়ুন: আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল লক্ষ্মীপুর

ওদিকে এসব ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাবেক আহবায়ক শাহাদত হোসেন এবং বর্তমান আহবায়ক এরশাদ উল্লাহর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App