×

জাতীয়

সম্পদের হিসাব ভুল দিলে চাকরি থাকবে না: জনপ্রশাসন সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

সম্পদের হিসাব ভুল দিলে চাকরি থাকবে না: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সম্পদের ভুল বা মিথ্যা হিসাব দেন, তবে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেয়ার শেষ সময়সীমা ৩০ নভেম্বর। সংশ্লিষ্টরা সিলগালা করা খামে তাদের সম্পদের হিসাব জমা দেবেন।

ড. মোখলেস উর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ১৯৮৯ অনুযায়ী, সম্পদের ভুল বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার, পদোন্নতি বন্ধ, আর্থিক ক্ষতি আদায় এবং গুরুতর শাস্তির ক্ষেত্রে চাকরি থেকে অপসারণ, বাধ্যতামূলক অবসর ও পদাবনতি।

তিনি বলেন, ‘যারা আর্থিকভাবে ‘ফাইনানশিয়াল জায়ান্ট’ হয়ে উঠেছেন, তারা এই ব্যবস্থার মাধ্যমে সতর্ক হবেন। এ উদ্যোগ দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সম্পদ বিবরণীর তথ্য খুবই গোপনীয় উল্লেখ করে সচিব বলেন, এ তথ্য সাধারণের জন্য উন্মুক্ত থাকবে না এবং তথ্য অধিকার আইন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

জনপ্রশাসন সচিব জানান, আগে প্রতি ৫ বছর পরপর সম্পদের হিসাব দেয়ার নিয়ম থাকলেও, এখন থেকে প্রতি বছরই জমা দিতে হবে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীকে এই নিয়মের আওতায় আনা হয়েছে।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর উড়িয়ে দিলেন জনপ্রশাসন সচিব

চাকরির বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে গুঞ্জনের বিষয়ে সচিব বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। চাকরির বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’ জনগণকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App