×

জাতীয়

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ায় ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ায় ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতাকে বিএনপি কর্মীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় ঢাকা ব্যাংক আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা প্রভাবশালী কিংবা কোনো দলের হলেও কাউকে ছাড় দেয়া হবে না। 

মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে অবৈধ চাঁদাবাজি ও বালু উত্তোলন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা জানান, নদীতে কোস্টগার্ডের সঙ্গে এখন থেকে যৌথভাবে কাজ করবে নৌ-পুলিশ।

অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প স্থানীয় কৃষকদের হাতে হস্তান্তর করেন উপদেষ্টা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App