×

জাতীয়

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

বেনজীর আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি তার বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে উল্লেখ করেছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন এসব মন্তব্য করে এবং বেনজীর আহমেদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক (ডাবলু) জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশ সদস্যরা দৃঢ়তার সঙ্গে কাজ করে আসছেন। তারা দেশপ্রেমের চেতনা নিয়ে একত্রিত হয়ে জনগণের কল্যাণে কাজ করছেন। এছাড়া, যারা পুলিশের ইতিহাসে বিতর্কিত সদস্য হিসেবে গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের হয়ে দায়িত্ব পালন করেছিলেন, তাদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সব সদস্য একমত বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ বক্তব্যটি বাংলাদেশ পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না।

প্রতিবাদলিপিতে আরো বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ।

আরো পড়ুন: মেয়েসহ বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App