×

জাতীয়

৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম

৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় ওইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১ নম্বর সতর্ক সংকেত সাধারণত হালকা ধরনের ঝোড়ো হাওয়া বা বৈরী আবহাওয়ার পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। এতে বড় ধরনের ঝুঁকি না থাকলেও নৌযাত্রায় সতর্কতা অবলম্বন করাই উত্তম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ রনির স্বীকৃতি কবে দেয়া হবে?

জুলাই শহীদ রনির স্বীকৃতি কবে দেয়া হবে?

এবার উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সমন্বয়ক রিফাত রশিদ খান

এবার উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সমন্বয়ক রিফাত রশিদ খান

ভারতে ‘সপরিবারে’ আত্মহত্যা করছে কৃষক, বিপাকে মোদি, রাহুলের দাপট

ভারতে ‘সপরিবারে’ আত্মহত্যা করছে কৃষক, বিপাকে মোদি, রাহুলের দাপট

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে তো?

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে তো?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App