৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত
দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় ওইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১ নম্বর সতর্ক সংকেত সাধারণত হালকা ধরনের ঝোড়ো হাওয়া বা বৈরী আবহাওয়ার পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। এতে বড় ধরনের ঝুঁকি না থাকলেও নৌযাত্রায় সতর্কতা অবলম্বন করাই উত্তম।