×

অপরাধ

নুর ও রাশেদের নামে মামলা: যে বিবৃতি দিলো গণঅধিকার পরিষদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

নুর ও রাশেদের নামে মামলা: যে বিবৃতি দিলো গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে দলটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা-মামলা- বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এই মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচারক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থান অবমাননার সামিল।

মামলাটিকে একটি ষড়যন্ত্র উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলা শুধু নুরুল হক নুর, রাশেদ খান ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা নয়; বরং জাতীয় পার্টির কাঁধে ভর করে পরাজিত ও পলাতক আওয়ামী ফ্যাসিবাদের ভয়ংকর প্রর্ত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ।

এতে মামলা প্রত্যাহারসহ বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নুর, রাশেদ খানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা গ্রহণের নির্দেশদাতা বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে গণঅধিকার পরিষদ।

এর আগে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নুর ও রাশেদসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতয়ালী মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। মামলায় নুরকে করা হয়েছে প্রধান আসামি। এছাড়া রাশেদ, বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৭০-৮০ জন।

মামলার ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ জানানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে। ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির মামলা-সংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন, তাহলে যথাসময়ে আমরা তা হাতে পাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন, বাদ পড়লেন শান্তসহ ৫ জন

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন, বাদ পড়লেন শান্তসহ ৫ জন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: আফাজ উদ্দিন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: আফাজ উদ্দিন

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করেন

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করেন

রংপুরের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

রংপুরের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App