×

ভিডিও

ভারতে ‘সপরিবারে’ আত্মহত্যা করছে কৃষক, বিপাকে মোদি, রাহুলের দাপট

Icon

দুরুল হক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

ভারতের মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ঋণের ভারে দিন দিন ডুবে যাচ্ছেন কৃষকরা। কিন্তু এ নিয়ে চরম উদাসীন বিজেপি সরকার। কৃষকেরা মরছেন, অথচ নানাভাবে নিজের সাফল্য দেখাতে ব্যস্ত মোদি।

রাহুল গান্ধী অভিযোগ করেন, কৃষকদের ঋণমুক্তি ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি উপেক্ষা করছে মোদি সরকার। ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। এতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটও শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। 

এ প্রসঙ্গে লোকসভায় বিরোধীদলীয় নেতা বলেন, একবার ভাবুন...মাত্র ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ কৃষক আত্মহত্যা করেছেন। এটা কী শুধু একটি সংখ্যা? মোটেও না, এতে ৭৬৭টি পরিবার ভেঙে গেছে। যারা আর কোনও দিন ঘুরে দাঁড়াতে পারবে না। আর মোদি সরকার চুপচাপ বসে আছে। নীরবে সবকিছু দেখছে।

রাহুল গান্ধী বলেন, প্রতিদিন ঋণের ভারে ডুবে যাচ্ছেন কৃষকেরা। কারণ, বীজ, সার, ডিজেলের দাম আকাশছোঁয়া। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের কোনো গ্যারান্টি নেই। কৃষকরা ঋণমুক্তির দাবি করলেও তাদের পাত্তা দিচ্ছে না মোদি সরকার। অথচ যাদের কোটি কোটি টাকা রয়েছে, সহজেই তাদের ঋণ মাফ করে দিচ্ছে তারা। আজকের খবরেই দেখুন—অনিল আম্বানির ৪৮ হাজার কোটি টাকার এসবিআই প্রতারণা।

রাহুল গান্ধী বলেন, মোদিজি বলেছিলেন, কৃষকের আয় দ্বিগুণ করবেন। এখন পরিস্থিতি এমন যে, কৃষকের জীবনই অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা ধীরে ধীরে, নীরবে কৃষকদের শেষ করে দিচ্ছে। আর মোদিজি চুপচাপ দেখে যাচ্ছেন।

এর আগে কৃষক আত্মহত্যা ও সয়াবিন চাষীদের বকেয়া পরিশোধ না করা নিয়ে মহারাষ্ট্র বিধানসভায় দুবার ওয়াকআউট করেন বিরোধী দল তথা কংগ্রেসের সদস্যরা। তাদের অভিযোগ, তুচ্ছ কারণ দেখিয়ে কৃষকদের বঞ্চিত করছে মোদি সরকার। ক্ষতিপূরণ ও সহায়তা বৃদ্ধির দাবি সত্ত্বেও কর্ণপাত করছে না শাসক দল।

কংগ্রেস নেতারা বলছেন, ভারতে কৃষিকাজে লোকসান বেড়ে গেছে। বাম্পার ফলন হলেও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে তাদের ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। সেটা শোধ করতে না পেরে কৃষকরা মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন।

২০২৩ সালে মহারাষ্ট্রে ২৮৫১ কৃষক আত্মহত্যা করেন। ২০২৪ সালে তা ছিল ২৬৩৫। কংগ্রেসের অভিযোগ, কৃষকদের এই মৃত্যুমিছিল সত্ত্বেও টনক নড়েনি বিজেপি সরকারের। কৃষকদের কল্যাণে কোনও ব্যবস্থাই নেয়নি তারা। ফলে আত্মহননের পথ বেছে নিচ্ছেন কৃষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

কুমিল্লায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

কুমিল্লায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

যে কারণে ফুটবল ম্যাচ হয় ৯০ মিনিটের

যে কারণে ফুটবল ম্যাচ হয় ৯০ মিনিটের

৩৯টি সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তাব অনুমোদন

৩৯টি সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তাব অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App