×

জাতীয়

মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম

মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই থেকে

ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ ক্ষতির মুখে পড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই শুরু হবে, অন্য শ্রেণিগুলোর ক্লাস ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানান, এটি আমাদের জন্য এক বিশাল আঘাত। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে আমরা ধাপে ধাপে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, দুর্ঘটনায় বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় সবকিছুই সতর্কভাবে এগোতে হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসন ও অভিভাবক সমাজের সঙ্গে আলোচনা করেই কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্লাসও পর্যায়ক্রমে চালু করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামো মেরামতের জন্য আলাদা টিম কাজ করছে।

গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের উপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্কুল চত্বরে থাকা বহু শিক্ষার্থী ও শিক্ষক আতঙ্কিত হয়ে পড়েন। ফলে পরদিন থেকে কলেজের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।

আরো পড়ুন : হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

এদিকে, বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করতে নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হবে এবং তা কলেজের অফিসিয়াল রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যাতে কোনো ধরনের গুজব বা ভুল তথ্য না ছড়ায়।

নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা ও সঠিক তথ্য নিশ্চিত করতে সরকার ও কলেজ প্রশাসন একাধিক পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে নিহতদের পরিবার ও আহতদের তালিকা চূড়ান্ত করতে ৬ সদস্যের আলাদা কমিটি কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App