×

জাতীয়

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত আরো ৮০ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৪ এএম

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত আরো ৮০ বাংলাদেশি

বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা অভিযানে ভ্রমণ নথি ও নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বারনামা এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দরের টার্মিনাল-১-এ মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) সাত ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে। এতে উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য খতিয়ে দেখা হয়।

একেপিএসের করপোরেট কমিউনিকেশন ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, ফিরিয়ে দেওয়া যাত্রীদের সবাই পুরুষ এবং এদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিক।

আরো পড়ুন : ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!

বিবৃতিতে বলা হয়, এসব যাত্রীর ভ্রমণের কারণ সন্দেহজনক, পূর্ববর্তী ভ্রমণ ইতিহাসে অসংগতি ছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়।

একেপিএস জানায়, যাত্রীদের ভ্রমণ নথি, ব্যক্তিগত পটভূমি ও সফরের উদ্দেশ্য যাচাই শেষে প্রচলিত আইনি প্রক্রিয়া মেনে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। মানবপাচার চক্রের তৎপরতা বন্ধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়া কর্তৃপক্ষ এখন প্রতিরোধমূলক কৌশল জোরদার করছে।

এর মাত্র এক দিন আগে, গত ২৪ জুলাই, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় একই বিমানবন্দর থেকে আরো ১২৩ বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হয়েছিল।

মালয়েশিয়ার একেপিএস কর্তৃপক্ষ বৈধ নথি ও সঠিক ভ্রমণ কারণ ছাড়া কেউ যেন মালয়েশিয়া অভিমুখে যাত্রা না করে সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App