এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:৩৬ এএম

মো. আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম। প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করেছে সরকার।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
আরেক আদেশে এনটিআরসিএর চেয়ারম্যান পদে থাকা অতিরিক্ত সচিব মো. মফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।