×

জাতীয়

জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০১:২০ পিএম

জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন আয়োজন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় যুক্তরাষ্ট্রের শুল্ক (ট্যারিফ) নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলছে। এই নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালারও পরিপন্থী, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে।

আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র: অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে, থাকছে ৭ নভেম্বর

তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে।

তিস্তা নদী নিয়ে বহুল আলোচিত তিস্তা বহুমুখী প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমাদের মূল লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ এবং সার্বভৌম প্রতিবেশী গড়ে তোলা। এই উদ্যোগ তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়।

রাষ্ট্রদূত দাবি করেন, এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি। তিনি এ অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের ওপর জোর দেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাল খেলে পেট জ্বলে কেন?

ঝাল খেলে পেট জ্বলে কেন?

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App