×

জাতীয়

মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ না হলে স্বাক্ষর নাও করতে পারে এনসিপি

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ না হলে স্বাক্ষর নাও করতে পারে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হলে দলটি তাতে স্বাক্ষর করবে কি না তা বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন।

একই সঙ্গে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয় সেজন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের পথ তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন এনসিপি সদস্য সচিব। পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল যাতে সংস্কারের ক্ষেত্রে দ্বিমত প্রকাশ না করতে পারে সেই গ্যারান্টি দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারের বিষয়ে একমত হচ্ছি সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে সেটা গ্যারান্টি দিতে হবে। সংস্কারের প্রস্তাবনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয়- এমন বিধান যুক্ত করার দাবিও জানিয়েছেন এনসিপির এই নেতা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্ত্রীকে ভালোবাসা মানে জীবনের প্রতি শ্রদ্ধা

শেক্সপিয়র থেকে রবীন্দ্রনাথ স্ত্রীকে ভালোবাসা মানে জীবনের প্রতি শ্রদ্ধা

এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইনস্যুরেন্স

স্বাস্থ্য সেবায় এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইনস্যুরেন্স

চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর

চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর

তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন

তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App