×

জাতীয়

১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, চূড়ান্ত কবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, চূড়ান্ত কবে

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ জুলাই) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, খসড়া ভোটার তালিকার বিষয়ে ওজর আপত্তি যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা কখন প্রকাশ করা হবে এবং সেটা আগস্ট মাসের মধ্যে হতে পারে কি না এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সেটা আগস্ট মসের মধ্যে হবে কি না সেটা এই মুহূর্তে বলতে পারছি না।

তবে ইসি সূত্রে জানা গেছে, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকাটা আমরা প্রকাশ করব। এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করব। 

তিনি আরও বলেন, কেন না কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App