×

জাতীয়

গ্রেপ্তার সমন্বয়ক রিয়াদের বাসা থেকে বিপুল অঙ্কের চেক উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০২:৩২ পিএম

গ্রেপ্তার সমন্বয়ক রিয়াদের বাসা থেকে বিপুল অঙ্কের চেক উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে বিপুল অঙ্কের চেকসহ প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় আরেকটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন : সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রিমান্ডে

ডিএমপি জানায়, গত সোমবার (২৮ জুলাই) রাতে রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। এর আগে ২৬ জুলাই গুলশান-২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে চাঁদা আদায়ের চেষ্টাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী সিদ্দিক আবু জাফরের অভিযোগে রিয়াদ ছাড়াও কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোরের নাম রয়েছে।

আদালতে শুনানির পর চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরকে কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। বর্তমানে রিমান্ডে থাকা চারজন হলেন, রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

এদিকে, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App