×

জাতীয়

রংপুরে হিন্দুপাড়ায় হামলা: গ্রেপ্তার ৫

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম

রংপুরে হিন্দুপাড়ায় হামলা: গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদরদপ্তরের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত শনিবার ধর্ম অবমাননার অভিযোগে আলদাদপুর বালাপাড়া গ্রামের এক হিন্দু কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে থানায় নেয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে সেই কিশোরের গ্রামে প্রবেশ করে। পরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালায় তারা।

গত শনিবার রাত ও রোববার বিকালে ওই কিশোরের বাড়িসহ ‘সনাতন ধর্মাবলম্বীদের’ বাড়িঘরে ভাঙচুর চালায় ‘উত্তেজিত জনতা’। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে চলে যায়। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে ওই এলাকায় মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, ২৯ জুলাই রাতে ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এরই মদ্যে এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্লট বরাদ্দে দুর্নীতি শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৬২ দফায় ঐকমত্য, দ্বিতীয় ধাপেও এগোচ্ছে সংলাপ

৬২ দফায় ঐকমত্য, দ্বিতীয় ধাপেও এগোচ্ছে সংলাপ

সংস্কার বাস্তবায়ন জাতিকে নতুন দিশা দেখাবে : সালাহউদ্দিন আহমদ

সংস্কার বাস্তবায়ন জাতিকে নতুন দিশা দেখাবে : সালাহউদ্দিন আহমদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App