×

জাতীয়

সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম

সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনে করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে, উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারবো না। তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। 

সরকারের সফলতা ও ব্যর্থতা জনগণের ওপর ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এই সরকার কতটা পূরণ করতে পেরেছে, আমি তা জানি না। তবে মানুষের অনেক আকাঙ্ক্ষাই হয়তো পূরণ হয়েছে, আবার অনেক হয়তো পূরণ হয়নি। তবে সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচনকালীন সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যায়।

আগামীতে নির্বাচন করতে চান তিনি। এজন্য নির্বাচনকালীন সরকারে থাকবেন না। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা। বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত একটি নির্বাচন উপহার দিতে চায়। সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকার দায়িত্বে থাকবে, তিনি সেই সরকারকে বুঝিয়েছেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা এখনো তিনি নিশ্চিত করেননি। তবে নির্বাচন করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন।

ঢাকা না-কি ঢাকার বাইরে থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এখনো নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তাহলে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনিও তো সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App