×

জাতীয়

বাংলাদেশে আরো ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪৭ এএম

বাংলাদেশে আরো ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

২০১৭ সালে মিয়ানমারে ভয়াবহ দমন-পীড়নের মুখে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নতুন করে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্স।

রোববার (১৭ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে রোহিঙ্গাদের সহায়তার জন্য পর্যাপ্ত তহবিলের ঘাটতির বিষয়েও আলোচনা হয়।

সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্তের দিকে জড়ো হচ্ছে। তারা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

চলতি বছর রোহিঙ্গাদের সহায়তায় জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় ৯৫ কোটি ডলার চাহিদা থাকলেও এখন পর্যন্ত এর অর্ধেকের কিছু বেশি অর্থ জোগাড় হয়েছে। বর্তমানে জরুরিভাবে আরো ১৭ কোটি ডলার প্রয়োজন। এ জন্য জাতিসংঘের মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছে।

আরো পড়ুন : কক্সবাজার সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ: ড. খলিলুর রহমান

সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, গত ১৮ মাসেই নতুন করে ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর সঙ্গে আগে থেকে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গা মিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। রাখাইনে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে গভীর করছে এবং এর ফলেই সীমান্ত দিয়ে নতুন শরণার্থীদের প্রবেশ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস আরো জানান, সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

এদিকে আরকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল (এআরএনসি) সম্প্রতি অভিযোগ করেছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের গণহত্যার মাধ্যমে রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার চেষ্টা করছে। গত ৭ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, বুথিডংয়ের একটি গ্রামে ৬০০’র বেশি রোহিঙ্গাকে হত্যা করেছে আরাকান আর্মি। তবে ১১ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেছে আরাকান আর্মির মুখপাত্র খাইং তুখামু।

এআরএনসির মুখপাত্র নেইসান লুইন এ বিষয়ে বলেন, আরাকান আর্মি রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের ওপর বর্বর আক্রমণ চালাচ্ছে। তারা চায় না রোহিঙ্গারা সেখানে থাকুক, কিন্তু আমরা যেকোনো পরিস্থিতিতেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমারে ভয়াবহ দমন-পীড়নের মুখে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে ধাপে ধাপে আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যা এখন দেশের জন্য বড় মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

রাহুল গান্ধীকে ৭ দিনের আলটিমেটাম!

রাহুল গান্ধীকে ৭ দিনের আলটিমেটাম!

ঢাকায় হালকা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায় হালকা বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চীনা অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের হাতে

চীনা অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের হাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App