×

জাতীয়

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে "টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন: টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন" শীর্ষক অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আরো কার্যকর অর্থায়নের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

এ বিষয়ে তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে বলেন, এগুলো কার্যকর করলে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতার সমস্যা সমাধান সম্ভব হবে। অধ্যাপক ইউনূস আরো বলেন, “আমাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না।” 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে : ড. ইউনূস

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে : ড. ইউনূস

নিম্ন আয়ের মানুষের জন্য চক্ষু চিকিৎসা কর্মসূচি

পিকেএসএফ ও অরবিসের যৌথ উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য চক্ষু চিকিৎসা কর্মসূচি

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App