চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি: রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

রায়হান কবির। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির শিরোনামে সম্প্রতি কয়েকটি পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রায়হান কবির। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।
রায়হান কবির বলেন, আমি ও আমার বাবা আলমগীর কবির কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি। গত কয়েক বছরের মধ্যে আমরা চট্টগ্রামেও যাইনি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। আমাদের ব্যবসায়িক ও পারিবারিক সুনাম নষ্ট করতেই একটি মহল সংবাদটি প্রকাশ করেছে।
তিনি বলেন, কারো বিষয়ে নেগেটিভ রিপোর্ট প্রকাশের পূর্বে ভুক্তভোগীর মতামত নেয়া জরুরি হলেও সংবাদপত্রগুলো আমাদের সঙ্গে কোনোরূপ যোগাযোগ ও বক্তব্য গ্রহণ না করে একপেশে রিপোর্ট করেছে। যা মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমতাবস্থায় আমরা এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দেশের জনগণকে এ ধরনের গুজব সংবাদ বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।